Skip to main content

Posts

Showing posts from July, 2016
                                                           LOVE LATTER তোমাকে আজ নতুন নাম দিলাম। আসলে এ নামকে ঠিক নতুন বলা যায়না, বহুদিন যাবৎই এই নামটা মনের মধ্যে ঘুরঘুর করছিলো। আজ শুধু কাগজে কলমে লিখলাম। তুমি আমার অতি কাছে থেকেও চিরজীবন বহু দূরেরই রয়ে গেলে আর তাই তোমায় এ নামে ডাকাটাই সবচেয়ে সঠিক বলে মনে হচ্ছে। তোমার মত গুছিয়ে আমি লিখতে পারিনা আর তাই লেখা অনেক এলোমেলো হবে সেও জানি তবুও তোমাকে কিছু কথা বলার ছিলো বলেই এই চেষ্টা। তোমাকে অনেক বাজে কথা আমি বলেছি। কেনো বলেছি তা এ মুহুর্তে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখা করা সম্ভব না আমার পক্ষে। আসলে সেসব সময়ে বলার পরিবেশ তৈরী হয়েছিলো একেকসময় একেক রকম করে। তোমাকে যত দুঃখ দেবার মত কথা আমি বলেছি সেসব কিছুর জন্য আবারও আমি ক্ষমা চাইছি। তোমার দূর্ব্যাবহা...