Skip to main content

Posts

অভিমানিঃ------------ আজ তোর ঠোঁটের স্পর্শও লেগে আছে গালে। হাতে লেগে আছে হাতের স্পর্শ। এই অনুভূতি আমি আজো বয়ে বেরাচ্ছি তোকে ভেবে। আমি ফেলতেও পারি না আবার আগলে রাখার কষ্ট সহ্য হয় না। মাঝে মাঝে মনে হয় এই কষ্ট পাবার জন্যই আমি বেঁচে আছি। প্রিয় পাগলী কেমন আছিস ?? বিরক্ত হচ্ছিস নাতো ?? মনের কোনে যদি আমার খবর জানার তিল পরিমান ইচ্ছা থেকে তবে শুনো “ আমি ভাল নেই “ আমার সকাল শুরু তোকে নিয়ে রাত্রে দেখা স্বপ্ন ভেবে ভেবে। আমার দিনটা কাটে শুধু তোকে ভেবে ভেবে। মনে আছি কত পাগলামি ছিল সেই ভালোবাসায় কত গভীর ছিল সেই পাগলামি ?? কতটা মিশে ছিলাম নিজেদের মাঝে। তুই হয়তো অসব ভেবেই আজ কান্নায় ভেঙ্গে পড়িস। নাকি পড়িস না জানি না। আমাদের ছিলনা কোন বাঁধা। অবিরাম ঘাসফড়িঙের মত উড়ে বেরিয়েছি সারা শহর। আজ তোর ঠোঁটের স্পর্শও লেগে আছে গালে। হাতে লেগে আছে হাতের স্পর্শ। এই অনুভূতি আমি আজো বয়ে বেরাচ্ছি তোকে ভেবে। আমি ফেলতেও পারি না আবার আগলে রাখার কষ্ট সহ্য হয় না। মাঝে মাঝে মনে হয় এই কষ্ট পাবার জন্যই আমি বেঁচে আছি। প্রতিদিন তুই স্বপ্নে এসে আমার সব কিছু উলটপালট করে দিয়ে যাস। প্রতিদিন তর এই অবাধ বিচরন আমায়...

যেদিন থেকে তোমাকে ভালবেসেছি

যেদিন থেকে তোমাকে ভালবেসেছি , যেদিন থেকে তোমাকে ভালবেসেছি , সেদিন থেকে নিজেকে ভালবাসতে ভুলে গিয়েছি । যেদিন থেকে তোমাকে জিজ্ঞেস করি কেমন আছো ? সেদিন থেকে আমি কেমন আছি তা ভুলে গেছি । যেদিন থেকে তোমার পাশে এসে দাঁড়িয়েছি , সেদিন সবার থেকে দূরে হারিয়ে গেছি । যেদিন তোমার স্বপ্ন গুলো আমার হাতে তুলে দিয়েছো , সেদিন থেকে তোমার স্বপ্ন পুরনের বাস্তবতার পিছু ছুটে চলছি । আজ তুমি পাশে নেই তাই বলে ...... আমি কিন্তু থেমে যাইনি এখনও, থেমে গেছো তুমি । ভালবাসি বলে কারনে অকারণে শতবার কষ্ট দিয়েছ । আমার শত কষ্টের মাঝেও পাশে থাকবে বলে কথা দিয়েছিলে তুমি , আজ আমার কষ্টের মাঝে তুমি পাশে নেই , তুমি ছিলে সুখের মাঝে । তুমি হয়ত ভুলে গেছো আমার সেই কষ্ট গুলি তোমার দেওয়া ছিল । তোমার দেওয়া কষ্ট আমি আপন করে নিয়েছি , সত্যি তোমাকে ভালোবাসি বলে । আজ আমি বুঝতে পেরেছি আমার ভুল , তোমাকে হারানোর কারন আমি আজ খুঁজে পেয়েছি । তোমার অবহেলিত ভালোবাসা পেয়েও তোমাকে অনেক বেশী ভালবাসতাম , সেটা ছিল আমার ভুল । হয়ত আমার এত বেশী ভালোবাসা তুমি পাবার যোগ্য না , ১দিন তুমি ও বুঝবে , আমাকে যেমন করে দিয়েছ তোমার অবহেলিত ভা...
                                                           LOVE LATTER তোমাকে আজ নতুন নাম দিলাম। আসলে এ নামকে ঠিক নতুন বলা যায়না, বহুদিন যাবৎই এই নামটা মনের মধ্যে ঘুরঘুর করছিলো। আজ শুধু কাগজে কলমে লিখলাম। তুমি আমার অতি কাছে থেকেও চিরজীবন বহু দূরেরই রয়ে গেলে আর তাই তোমায় এ নামে ডাকাটাই সবচেয়ে সঠিক বলে মনে হচ্ছে। তোমার মত গুছিয়ে আমি লিখতে পারিনা আর তাই লেখা অনেক এলোমেলো হবে সেও জানি তবুও তোমাকে কিছু কথা বলার ছিলো বলেই এই চেষ্টা। তোমাকে অনেক বাজে কথা আমি বলেছি। কেনো বলেছি তা এ মুহুর্তে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখা করা সম্ভব না আমার পক্ষে। আসলে সেসব সময়ে বলার পরিবেশ তৈরী হয়েছিলো একেকসময় একেক রকম করে। তোমাকে যত দুঃখ দেবার মত কথা আমি বলেছি সেসব কিছুর জন্য আবারও আমি ক্ষমা চাইছি। তোমার দূর্ব্যাবহা...
http://www.w3schools.com/ HTML basic tutorials............... By sahinuralam welcome..R

আশ্চর্য ভিডিও !! কুমির এর পেট থেকে কিভাবে বের করা হচ্ছে জীবিত মানুষ ! (ভিডিওসহ দেখুন)

দেখুন কিভাবে কুমির এর পেট থেকে মানুষের লাশ বাহির করা হইতেছে !(ভিডিও সহ ) http://sahinuralam.blogspot.com/

HSC-ICT L-103 Data Communication

HSC ICT-L203: ডেটা ট্রান্সমিশনের মাধ্যম (তার মাধ্যম ও তারহীন মাধ্যম) ।

Uttara University

Sterling Equipment is an East Coast Rental Company based in New England, providing equipment rentals to the construction industry. We have specialized in marine equipment for over 20 years. Continuing with our tradition of excellence,